রুকুর আঁকা ছবির “এক ঘর” প্রদর্শনী
একটা ছবি বলতে পারে শিল্পীর মনের হাজারটা কথা। দর্শকের অজান্তেই, ছুঁয়ে যেতে পারে দর্শকের মন। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ফার্ন রোডের জোরবাংলো তে শুরু হয়েছে রুকুর একাঙ্ক ছবির প্রদর্শনী। শিল্প ও সংস্কৃতির শহরে ছবির প্রদর্শনী স্বাভাবিক হয়েই থাকে কিন্তু এই প্রদর্শনী একেবারেই অন্য রকম। কারণ ছবির শিল্পী রুকু নিজেই। শিল্পী বিনায়ক ভট্টাচার্য, সামাজিক মাধ্যমে রুকু নামেই…