এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক, রাইফেলে রুপো মহিলা দলের
অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেহুলি ঘোষের হাত ধরে এশিয়ান গেমসের তরফে ভারতের ঝুলিতে এল প্রথম পদক। তাঁর সঙ্গে ১০ মিটার এয়ার রাইফেল মহিলা দলে ছিলেন রমিতা জিন্দাল ও আশি চৌক্সি। দ্বিতীয় স্থানে শেষ করলেও তাঁদের দলগত মোট পয়েন্ট ১৮৮৬.০ আর এতে করেই রুপো আসে তাঁদের দখলে। হানঝাউ ২০২৩-এর প্রথম পদক আনল এই তিন ক্রীড়াবিদ। এই পয়েন্টের…