রবিবাউলের নগর কীর্ত্তন – দমদম রবির ঘরের বৈকালিক শোভাযাত্রা
প্রতিবেদক – সন্দীপ চক্রবর্ত্তী ‘রবির ঘর’, যার বাংলা অর্থ করলে সূর্যের আবাস বা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের বাড়িও বলা যায়, দমদমের বুকে একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ‘রবির ঘর’ শুধু ছাত্রছাত্রীদের কণ্ঠস্বরের প্রশিক্ষণই দেয়নি, রবীন্দ্রনাথের সাহিত্যের সমৃদ্ধ দর্শনে নিজেদের মগ্ন করার যাত্রাও শুরু করেছে। স্বামী বিবেকানন্দের যে মতাদর্শ, তাও রবির ঘরের ছেলে-মেয়েদের সার্বিক বিকাশ ও…