অ্যাডামাস-এর পঠন-পাঠনের উৎকৃষ্টতা নিয়ে প্রশংসায় উচ্ছ্বসিত নোবেলজয়ী
কলকাতা, ফেব্রুয়ারি ৪, ২০২৩ – পড়ুয়াদের শিক্ষাগত উৎকৃষ্টতার জন্য ডিগ্রি এবং পদক প্রদান উপলক্ষ্যে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল তাদের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান। নোবেল জয়ী ক্রিস্টালোগ্রাফার অধ্যাপক (ড.) অ্যাডা ই ইয়োনাথ এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং সমাবর্তন ভাষণ দেন। তিনি ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের বায়োমোলিকুলার স্ট্রাকচার এবং অ্যাসেম্বলির হেলেন এবং মিল্টন এ….