Chandrayaan 3 Landing: চাঁদের দক্ষিণমেরুতেই কেন চন্দ্রযান ৩-এর অবতরণ? জানালেন ইসরো প্রধান
কলকাতাঃ চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করেছে ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডার বিক্রম (Chandrayaan 3 Landing)। চাঁদের দক্ষিণ অংশে অবতরণ করে এ-যাবত যে ছবিগুলি পাওয়া গেছে তা থেকে বোঝা যায়, চাঁদের দক্ষিণ মেরুর পরিবেশ বেশ আলো-আঁধারি এবং অন্ধকারাচ্ছন্ন। কেন অবতরণের জন্য এই স্থানই বেঁচে নিল ইসরো (ISRO)? চাঁদের দক্ষিণমেরুতে এর আগে কোনও দেশই তাঁদের মহাকাশযান পাঠাতে পারেননি। আর এই…