জীবন যুদ্ধে সরস্বতীর লড়াই যা অনুপ্রাণিত করে সকল মেহনতি মানুষকে।
আমরা প্রত্যেকেই নিজের নিজের জীবনের সংঘর্ষে প্রতিনিয়ত লড়াই করে চলেছি। করোনা কালের পরে তা আরো তীব্রতর হয়েছে। দুচোখে স্বপ্ন থাকলেও পুঁজিবাদের চড়া বাজারে সে স্বপ্ন বড়ই সস্তা আর ঠুনকো। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিষের মূল্য বৃদ্ধি আর ভোগবাদী বিজ্ঞাপনের হাতছানিতে মানুষের মান আর হুঁশ দুই দ্বিধাগ্রস্ত। বাড়ছে রিলস্ আর ইউটিউব ভ্লগিং এর নামে ডিজিটাল বেশ্যাবৃত্তি। কর্মহীনতা,বেকারত্বের…