Chandrayaan 3 Update: চাঁদের মাটিতে কোন খনিজ, আবহাওয়া কেমন? তথ্য পাঠাবে রোভার ‘প্রজ্ঞান’
কলকাতাঃ চাঁদের মাটি ছুঁয়ে কিছুক্ষণের বিশ্রাম। তারপরই খুলে গেল ল্যান্ডার বিক্রমের দরজা। ল্যান্ডার থেকে নেমে এল রোভার ‘প্রজ্ঞান’। ভারতীয় সময় বুধবার সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। ভারতের মুকুটে জুড়েছে নয়া পালক। তবে এবার প্রশ্ন কীভাবে কাজ করবে এই ল্যান্ডার? ইসরো সূত্রে খবর, বেশ কয়েকটি বৈদ্যুতিন যন্ত্রপাতি রয়েছে…