শরতের মেঘ জানান দিচ্ছে কড়া নাড়ছে দুর্গাপুজো। টুকিটাকি পুজোর প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছে বাঙালি। আর পুজোর শপিং মানেই বাঙালি মেয়েদের প্রথম পছন্দ শাড়ি।
শুক্রবার শহরের অন্যতম উষ্ণদিনে তিলোত্তমা সাক্ষী থাকল ১২ জন সুন্দরীর শাড়ির র্যাম্পওয়াকের।
তাঁরা যদিও কেউই দক্ষ মডেল নন। তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
অনুষ্ঠানটি হয় পয়লা সেপ্টেম্বর দক্ষিন কলকাতার নামজাদা ক্যাফে Zephyr-এ।
এদিন শহরের বেশ কিছু বুটিক তাঁদের পুজো কালেকশনও তুলে ধরেন অনুষ্ঠানের উপস্থিত ব্যক্তিবৃন্দের কাছে।
তাঁদের শাড়ি ও গয়নাতেই সেজে উঠেছিলেন মডেলরা।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন অশোক বিশ্বনাথন, শান্তনু ঘোষ, তথাগত বন্দ্যোপাধ্যায়, তিস্তা নাথে।