Home » Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর খরচ ৩৭ লক্ষ! টাকা দেবে কে?‌ চিন্তায় উপাচার্য

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর খরচ ৩৭ লক্ষ! টাকা দেবে কে?‌ চিন্তায় উপাচার্য

Jadavpir University Student Death

কলকাতাঃ ছাত্রমৃত্যুর দুই সপ্তাহ পরেও উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ছাত্র মৃত্যুকে ঘিরে উঠে আসছে একাধিক তথ্য। অভিযোগ উঠছে, মৃত ছাত্রকে (Jadavpur University Student Death) র‍্যাগিং করেই মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। তাই এখন সবার আগে দরকার নিরাপত্তার। সেই কারণেই ৩৬টি সিসিটিভি বসানো হবে বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অন্তত ১০টি পয়েন্টে প্রাক্তন সেনা অফিসার নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন,অ্যান্টি র‍্যাগিং কমিটি ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে সিসিটিভি বসানো এবং প্রাক্তন সেনাকর্তাদের দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেই মতো কাজও চলছে।

jadavpur university

সূত্রের খবর, গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসাতে খরচ হবে ৩৭ লক্ষ টাকার বেশি। বরাত পেয়েছে ওয়েবেল। এই টাকা জোগাড় করতে গিয়েই হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয়। । এই অবস্থায় সিসিটিভি বসানোর জন্য অর্থসাহায্য চেয়ে রাজ্য সরকার ও রাজভবনের কাছে আবেদন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ।

প্রসঙ্গত, ওয়েবেলকে কাজ দিতে ছাড়পত্রে সই করেছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। ইতমধ্যেই ওয়েবেলের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞরা ক্যাম্পাস পরিদর্শন করেছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মূলত তিন ধরণের ক্যামেরা বসানো হবে ক্যাম্পাস চত্বরে। অল্প আলো, ঝড়, বৃষ্টি, কুয়াশা এবং নিশুতি রাতের পরিষ্কার কালার ছবি তুলতে সক্ষম হবে যে ক্যামেরাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!