পূর্ব মেদিনীপুর:– আমরা দেখতে চাই ধেড়ে ইঁদুরটা কে ? দূর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীতে একথা বলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। খেজুরির মোহাটী দেবীচকে গ্রামের মানুষ জনের সাথে কথা বলার সময় তিনি রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সরব হন। কর্মসংস্থান নিয়ে বলতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, কাজের খোঁজে ছেলেরা সব বাইরে চলে গেছে। পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে পরিনত হয়েছে। পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্যকে নিশানা করলেন তিনি।

লাইফস্টাইল ও ফ্যাশন
প্রাডার ১.২ লাখি কোলাপুরি চপ্পল বিতর্ক গড়াল আদালতে, ভারতীয় কারিগরদের স্বীকৃতি ও ক্ষতিপূরণ চেয়ে জনস্বার্থ মামলা
প্রাডার ‘ভারতীয় অনুপ্রেরণায়’ তৈরি কোলাপুরি চপ্পলের ডিজাইন নিয়ে বিতর্ক এবার আদালতে। বম্বে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা, যেখানে দাবি করা হয়েছে—GI ট্যাগপ্রাপ্ত এই ঐতিহ্যবাহী নকশার যথাযথ স্বীকৃতি ও ক্ষতিপূরণ পাক ভারতীয় কারিগরেরা।