বাঙালির কাছে মহালয়া মানেই একটা অন্য অনুভূতি। বছরের অন্যদিন গুলোর মতো একদমই নয়। মহালয়ার দিন ভোরের অনুভূতি টাই আলাদা।
সারা বছর বাঙালি এই দিনটির জন্য অপেক্ষায় থাকে। তথ্যপ্রযুক্তির যুগে অন্যসব কিছুর স্বাদ ঘোলে মেটানোর সুবিধা থাকলেও মহালয়ের ভোরের অনুভূতি বাঙালির কে অন্যদিনে অনুভব করানো সম্ভব নয়।
রেডিও তে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চন্ডীপাঠ যা আজও বাঙালির কাছে এক প্রাচীনতম প্রথা। তারপর টিভির পর্দায় শুরু হয় মহিষাসুর মর্দিনী।
এবছর ২৫ শে সেপ্টেম্বর ভোর ৫ টায় জি বাংলায় দেখতে পাবেন “সিংহ বাহিনী ত্রিনয়নী”।
যেখানে মহিষাসুর মর্দিনী রুপে দেখতৃ পাবেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত নায়িকা শুভশ্রী গাঙ্গুলী কে। এছাড়াও মা দুর্গার অনান্য রুপে থাকবেন জি বাংলার সিরিয়ালের বিখ্যাত চেনা চরিত্রে থাকা অভিনেত্রীরা।
আসছে দেবী সিংহবাহিনীর রূপের লীলা – “সিংহবাহিনী ত্রিনয়নী”
মহালয়ার ভোরে দেখুন, বিশেষ প্রভাতী অনুষ্ঠান #SinghobahiniTrinoyoni – ২৫শে সেপ্টেম্বর, রবিবার ভোর ৫টায় শুধুমাত্র #ZeeBangla-র পর্দায়।”#Mahalaya2022#FBDurgaPujo#DurgaPuja2022@subhashreesotwe pic.twitter.com/yUJDPww1pN
— Zee Bangla (@ZeeBanglaTv) August 24, 2022