পুলমা দত্ত ; কলকাতা : মোকার প্রভাব রাজ্যে না পড়লেও গত কিছুদিন ধরে ফের তাপপরবাহে ভুগছে রাজ্যবাসী ।
কিন্তু সেই কষ্টের অবসান ঘটিয়ে আবহাওয়া দপ্তর দিয়েছে স্বস্তির পূর্বাভাস । আজ অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্দুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর , সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া।
বৃহষ্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হওয়া দপ্তর , সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। কলকাতায় বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভবনা আছে।
উত্তরবঙ্গে দার্জিলিং , কালিম্পং ও শিলিগুড়িতে ভারী বৃষ্টির সম্ভবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের অন্যান্য এলাকায় সোমবার থেকে শনিবার বৃষ্টির সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে ।
বঙ্গোপসাগরে জন্ম নেওয়া মোকা বাংলাদেশ থেকে মায়ানমারের পথে চলে গেছে তারপর থেকেই গরমে নাকানি চুবানি খাচ্ছে রাজ্যবাসী । আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢোকায় বৃষ্টির আভাস পাওয়া গেছে ।