শোভন মল্লিক , কলকাতা : গত ৫ই মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। নানা বিতর্কের মধ্য দিয়ে গেলেও এই সিনেমাটি যে বক্স অফিস ভরাচ্ছে সেই নিয়ে কোন সন্দেহ নেই । মাত্র দশদিনে সারা দেশ জুড়ে ১৩৬ কোটি টাকা আয় করেছে এই সিনেমাটি।
এই রবিবার একদিনে রেকর্ড ব্যবসা করে এই ছবিটি। ১৪ মে ছবিটি দেশ জুড়ে মোট ২৩ কোটি টাকার ব্যবসা করেছে। ১৪৬ কোটি আয় করেছে মাত্র ১১ দিনে । শুধু যে লক্ষ্মী লাভ হচ্ছে এমনটা নয়, লক্ষী লাভ হওয়া যে এখনো অনেক বাকি সেটা দর্শকের উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে।
ছবিটির প্রথম সপ্তাহের আয় ৮১.১৪ কোটি, দ্বিতীয় সপ্তাহে সেটা ৫৫.৬০ কোটি ছাপিয়ে যায়। আর ১৫ মে-এর আয় মিলিয়ে মোট ব্যবসা করেছে ১৪৬.৭৪ কোটি। এখনো পর্যন্ত ২০২৩-এ মুক্তি পাওয়া হিন্দি সিনেমা গুলির মধ্যে ‘দ্য কেরালা স্টোরি’ আয়ের দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে । আশা করা যাচ্ছে সামনের সপ্তাহে ২০০ কোটি ছুঁয়ে ফেলবে এই সিনেমার আয়।
#TheKeralaStory crosses HALF-CENTURY in *Weekend 2* [Fri to Sun]… Records its *highest single day* number on [second] Sun… Inches closer to ₹ 150 cr, speeding towards ₹ 200 cr… [Week 2] Fri 12.35 cr, Sat 19.50 cr, Sun 23.75 cr. Total: ₹ 136.74 cr. #India biz. #Boxoffice… pic.twitter.com/lMq2xT8lm0
— taran adarsh (@taran_adarsh) May 15, 2023