স্বর্ণালী পাত্র : সম্প্রতি হোয়াটসঅ্যাপ – এ আসতে চলেছে নতুন এক ফিচার। এবার থেকে আরও সুরক্ষিত থাকবে আপনার ব্যক্তিগত কথোপকথন। যেখানে আপনি সহজেই কোনো একটা বা নির্দিষ্ট কোন গ্রুপের চ্যাট তালা বন্ধ করে রাখতে পারবেন।
বর্তমানে আমরা স্মার্টফোনে কথোপকথনের জন্য নানারকম অ্যাপ ইউজ করি। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। যেখানে আসতে চলেছে নতুন এই আপডেটটি। আপনার ব্যাক্তিগত বিষয় যাতে কেউ উকি না দিতে পারে তার জন্যে এই বন্দোবস্ত। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার wabetalnfo জানিয়েছে, সম্প্রতিনকালে কিছু সংখ্যক বিটা টেস্টার লক চ্যাট পরিষেবা ব্যবহার করছে। তবে খুব শীঘ্রই সমস্ত ইউজাররা এই সুবিধা লাভ করবেন।
আরও জানা গিয়েছে, চ্যাট লক থাকলে সেখানে আসা ফটো বা ভিডিও সরাসরি ফোনের গ্যালারিতে ডাউনলোড হবে না। এতে ইউজারদের নিরাপত্তা ও সুরক্ষা আরো বেশি বজায় থাকবে। কোনো নির্দিষ্ট চ্যাট লক করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপ কন্টাক্ট – এর প্রোফাইলে যেতে হবে তারপর নিচে গিয়ে লক ফিচারে ট্যাপ করতে হবে এবং” লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট” এনাবল করতে হবে।
মার্ক জুকারবার্গ একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, এবার থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে চারটি ফোন থেকে। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের ক্ষেত্রেই এই ফিচারটি উপলব্ধ থাকবে।এছাড়াও হোয়াটসঅ্যাপের তরফ থেকে আরও একটি সুবিধার কথা জানানো হয়েছে ,যেখানে একটি ফোন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকলে অন্য ফোনেও তা খোলা যাবে এবং যেখানে চ্যাট শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করা যাবে পরবর্তী চ্যাট।