Home » একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল মে মাসের শুরুতেই…

একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল মে মাসের শুরুতেই…

শোভন মল্লিক,কলকাতা: মে মাসের শুরুতেই একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের কথা কথা জানালো রেল কর্তৃপক্ষ। সোমবার থেকে টানা ১০ দিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বন্ধ থাকবে। কারণ হিসাবে রেল কর্তৃপক্ষ জানায়, ওই সময়ে লিলুয়া – বর্ধমান শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। সেই কারণেই রেল গুলো বন্ধ রাখবার সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ।

এই খবরটি শোনা মাত্রই নিত্যযাত্রীদের মাথায় হাত। কাজের সূত্রে কিংবা পড়াশোনার কারণে যারা বহুদূর থেকে কলকাতাতে আসেন। তাদের জন্য রেল পথই একমাত্র সহজ পথ। তাদের যে বেশ সমস্যার সম্মুখীন হতে হবে তা প্রশ্ন করবার আর কোন জায়গায়ই থাকে না।

কোন কোন লাইনে কোন কোন ট্রেন বাতিল থাকছে, তা এক নজরে দেখে নেয়া যাক-

হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল থাকছে – ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫

পাণ্ডুয়া থেকে বাতিল ট্রেন – ৩৭৬১৪

বর্ধমান থেকে যে ট্রেনগুলি বাতিল থাকছে – ৩৭৮৩৪, ৩৭৮৪০

তারকেশ্বর থেকে বাতিল ট্রেন – ৩৭৩৫৪

গুড়াপ থেকে বাতিল ট্রেন – ৩৬০৭২

শ্রীরামপুর থেকে বাতিল ট্রেন – ৩৭০১২

এর আগেও বেশ কিছু সমস্যার কারণে আংশিকভাবে বেশ কিছু রেল বাতিল থেকেছে । তবে এইবার, মাসের শুরুতেই একটানা ১০ দিন হাওড়া ডিভিশনে বাতিল একাধিক রেল। এই কারণেই খবর শোনা মাত্রই সাধারণ যাত্রীদের মাথায় হাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!