শোভন মল্লিক,কলকাতা: একে একে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে বন্দেভারত। বিভিন্ন জায়গায় হতে হয়েছে বিভিন্ন সমস্যার সম্মুখীন। তবে সমস্ত বাধা অতিক্রম করে এবার বন্দে ভারত পৌঁছাচ্ছে গোয়াতে।
শনিবার অর্থাৎ আজ উদ্বোধন করা হবে গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের। এবার গোয়াতে পৌঁছে যাবে বন্দেভারত এক্সপ্রেস। মহারাষ্ট্রের এটি পঞ্চম সেমি হাইস্পিড ট্রেন। এই ট্রেনটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসের সঙ্গে যুক্ত করবে গোয়ার মাদ্গাঁওকে।
আজ হতে চলেছে এর শুভ সূচনা। এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সরাসরি উপস্থিত থাকছেন না তিনি। ভার্চুয়ালে তিনি উপস্থিত থাকবে সেখানে। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। এর পরে সেদিনই শুরু হবে এর যাত্রা। ট্রেনটি সন্ধে সাড়ে ছটা নাগাদ পৌঁছবে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি টার্মিনাসে।