২০২০ এর শুরুর দিকে করোনা ভাইরাস এর আবির্ভাব। চিনে এই ভাইরাসের প্রথম সূত্রপাত দেখা যায়। আস্তে আস্তে এটি গোটা বিশ্বে ছড়িয়ে পরে ও প্রচুর লোক এর ফলে মারা যান। ২০২০ এর ১৪ই এপ্রিল থেকে ভারতে লকডাউন শুরু হয়ে যায় শুধুমাত্র মানুষের প্রাণরক্ষা করার জন্য এই পদক্ষেপ নেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নির্দেশ ছিল “বাড়ি থেকে বেরোনোর সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে বেরোতে হবে এবং বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে।”
করোনা-র টিকা ধীরে ধীরে আবিষ্কার হলো এবং সবাইকে টিকা নেওয়া বাধ্যতামূলক করা হলো। এর জন্য করোনা-র ফলে মানুষের মৃত্যুর হার ধীরে ধীরে কমেছে। এখন আর মানুষের মধ্যে করোনার ভয় নেই বললেই চলে। পরিস্থিতি আবার আগের মতো অর্থাৎ ২০২০ এর আগের সময়ের মত হয়ে গেছে। করোনা মানুষের জীবনে একটি ছাপ ফেলে গিয়েছে পরিবর্তন করেছে বিভিন্ন রকম পেশার মানুষের লাইফস্টাইল। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত করোনাকানীল লকডাউন থাকায় গৃহমুখী হয়ে যাওয়ার ফলে আবার অনেকের মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্থ হয়েছে।
করোনা-র কবল থেকে অনেকেই মোকাবিলা করে ফিরে এসেছেন আবার অনেক পরিবার তাদের পরিবারের প্রিয় মানুটিকে হয়তো হারিয়েছে। এই করোনা কালেই আমরা আমাদের কলাজগতের বিভিন্ন শিল্পীকে হারিয়েছি যারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। করোনা বিশ্বব্যাপী মানুষের কাছে একটি বড় শিক্ষা স্বরূপ। এখনও হয়তো করোনা-র নামে মানুষের মধ্যে একটি ভয় কাজ করে। সুতরাং এটি যে মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সেটি বলাই যায়।
কিন্তু এটির থেকে একটি শিক্ষা পেলেও খুব কম সংক্ষক মানুষের মধ্যে পরিবর্তন এসেছে। ভবিষ্যতে এরকম মহামারী আবার আসবে না সেটা বলা সম্ভব নয় তার জন্য মানুষকে আরো পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে ও পরিবার পরিজনকে নিয়ে সতর্ক থাকতে হবে, ভবিষ্যতে এরকম মহামারিতে আমরা মোকাবিলার জন্য যাতে প্রস্তুত থাকতে পারি।