দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশানের মা করুণাময়ী কালী: ১০৮ নরমুণ্ডর পূজা ও তন্ত্র সাধনার কেন্দ্র
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশানে অবস্থিত একটি প্রাচীন কালীমন্দির, যেখানে চিতার আগুন কখনও নিভে না। প্রায় ১১৫ বছর আগে তৈরি হওয়া এই মন্দিরের মূল দেবী “মা করুণাময়ী কালী”, তবে এই শ্মশানের ইতিহাস প্রায় চারশো বছরের পুরনো, যেখানে শ্মশান কালী পূজিত হন। প্রাচীনকালে, এই অঞ্চলটি ঘন জঙ্গলে আচ্ছাদিত ছিল। বিষাক্ত…