চন্দননগরের জগদ্ধাত্রী পুজো: ঐতিহ্য, ইতিহাস ও জৌলুসের মেলবন্ধন
মানকুণ্ডু, নিজস্ব প্রতিনিধিঃ জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজোর পর বাংলার অন্যতম জনপ্রিয় এবং বড়ো উৎসবগুলির মধ্যে অন্যতম। যদিও বাংলার নানা প্রান্তে এই পুজো পালিত হয়, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তার আলোর মায়া, সুশোভিত প্রতিমা, এবং অপূর্ব অলঙ্কারের জন্য সর্বত্র বিখ্যাত। দেবীর শোভাযাত্রা যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। তবে চন্দননগরের এই পুজোর সূচনা কিভাবে হয়েছিল, তা জানতে গেলে…