Home » গগনযান মিশন: ভারতের প্রথম মানব মহাকাশযাত্রার পথে এগিয়ে চলেছে ইসরো

গগনযান মিশন: ভারতের প্রথম মানব মহাকাশযাত্রার পথে এগিয়ে চলেছে ইসরো

গগনযান মিশন: ভারতের প্রথম মানব মহাকাশযাত্রার পথে এগিয়ে চলেছে ইসরো

অম্বিকা কুন্ডু, কলকাতা:
ভারতের মহাকাশ মিশনে ডানা মেলে ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে “গগন যান” । শুক্রবার ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন চলতি বছরের শেষের দিকে গগন যান মিশন চালু করার চেষ্টা চলছে।

গগনযান মিশন কি?
২০১৮ সালে এই গগণযান মিশন অনুমোদিত হয়। যার অর্থ লো আর্থ কক্ষপথে ভারতীয় মহাকাশচারী পাঠানো। মহাকাশচারী হবে অন্তত তিনজন, সেই ৩জন সেখানে তিন দিনের জন্য অবস্থান করবে এবং এরপর সমুদ্রের নির্দিষ্ট স্থানে তারা অবতরণ করবেন।ISRO এর পরিকল্পিত রয়েছে মোট তিনটি মিশন। প্রথম দুটিতে রোবট ‘ব্যোমিত্র’ পাঠানো হবে এবং তৃতীয় টিতে মহাকাশচারীদের পাঠানো হবে।


ভারত মিশন গগনযানে সফল হলে, আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে ভারত মহাকাশে মহাকাশচারী পাঠাতে সফল চতুর্থ দেশ হিসাবে খেতাব ছিনিয়ে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!