Home » ঘূর্ণিঝড় মোকার পরই আসতে চলেছে বিপর্যয়

ঘূর্ণিঝড় মোকার পরই আসতে চলেছে বিপর্যয়

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ আবহাওয়ার খবর অনুযায়ী ঘূর্ণিঝড় মোকা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়তে চলেছে মোকা। শনিবার মোকা বাঁক নেবে অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমারের দিকে। রবিবার বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিয়াপ্পুতে আছড়ে পড়বে মোকা। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার/ঘণ্টা। ঘূর্ণিঝড়ের এই নাম ‘মোকা’ ইয়েমেনের দেওয়া।
যে সকল ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব ৩ মিনিটের বেশি এবং গতিবেগ কমপক্ষে ঘণ্টায় ৬৩ কিলোমিটার সেই সমস্ত ঝড়ের নামকরণ করা হয়। ভারত মহাসাগরের উত্তরের ক্রান্তীয় অঞ্চলের ১৩ দেশ এই ঝড়গুলির নামকরণ করে। ২০২০ সালে ঝড়ের ১৩ টি দেশ পরবর্তী ১৩ টি ঝড়ের নাম দেয়। সেই অনুযায়ী নতুন নামের তালিকা তৈরি হয় ২০২০ সালে। দুটি স্তম্ভে মোট ২৬ টি নাম আছে এই নতুন তালিকায়। এই দেশগুলির মধ্যে প্রথমে রয়েছে বাংলাদেশ এবং শেষে রয়েছে ইয়েমেন।

মোকার সঙ্গে সঙ্গে প্রথম স্তম্ভের নাম শেষ হয়েছে। ইয়েমেনের পরে বাংলাদেশের পালা। দ্বিতীয় স্তম্ভের প্রথম নাম অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে ‘বিপর্যয়‘। পুরনো তালিকায় শেষ ঝড়ের নাম ছিল আম্ফান। আম্ফান শেষ হওয়ার পর নতুন তালিকা শুরু হয়েছে। নতুন তালিকার প্রথম ঝড়ের নাম ছিল নিসর্গ। বাংলাদেশের দেওয়া নাম এটি। তারপর পর্যায়ক্রমে ‘গতি’, ‘নিভার’, ‘বুরেভি’, ‘তাউকটে’, ‘ইয়াস’, ‘গুলাব’, ‘শাহিন’, ‘জাওয়াদ’, ‘অশনি’, ‘সিতরাং’, ‘ম্যান্দস’ বয়ে গেছে উত্তর ভারত মহাসাগরীয় উপকুল দিয়ে। মোকার সঙ্গে সঙ্গে নতুন তালিকার প্রথম স্তম্ভের নাম শেষ হয়ে গেছে। পরবর্তী ঝড়গুলির নাম হবে দ্বিতীয় স্তম্ভের নাম অনুসারে।

আসুন দেখে নেওয়া যাক পরবর্তী ঘূর্ণিঝড়গুলির নাম কি হবে এবং তা কোন দেশের দেওয়া

ঝড়ের নাম নামকরণের দেশ

বিপর্যয় বাংলাদেশ
তেজ ভারতবর্ষ
হামুন ইরান
মিধিলি মালদ্বীপ
মিচায়ুং মায়ানমার
রেমান ওমান
আসনা পাকিস্তান
ডানা কাতার
ফেঙ্গাল সৌদি আরব
শক্তি শ্রীলঙ্কা
মন্থা থাইল্যান্ড
সেনিয়ার আরব আমীরশাহী
দিত্বাহ ইয়েমেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!