পুলমা দত্ত ; কলকাতা : আগামীকাল , ১৭ ই মে অভিনেত্রী কৌশানীর মুখোপাধ্যায়ের জন্মদিন।
সেই উপলক্ষে একদিন আগে গিয়েই দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এলেন অভিনেত্রী সঙ্গে ছিলেন মদন মিত্র। এর আগে নীল ষষ্ঠীর দিনও দক্ষিণেশ্বরে দেখা গেছে কৌশানী ও মদন মিত্রকে। তবে পুজো না দিতে পারায় জন্মদিনের একদিন আগেই সেই ইচ্ছা পূরণ করে ফেললেন তিনি । পুজোর পর অনুরাগীদের নিজের হাতে খিচুড়ি ও লাবড়া পরিবেশন করেই দিনটা উদযাপন করতে চান কৌশনী।
জন্মদিনের দিনটা তার ব্যস্ততার মধ্যেই কাটে । তবে কৌশানীর থেকেও বেশি ব্যাস্ত অভিনেতা বনি সেনগুপ্ত । আজ রাত ১২ টা থেকেই চলবে বনির উদযাপন। রাতের জন্য কলকাতার এক হোটেলে সিউট ভাড়া করেছেন তারা। কাল ইন্ডাস্ট্রির কিছু বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন ও করা হয়েছে ।
সব কিছু মিলিয়ে আনন্দেই কাটে এই দিনটি কৌশানীর । তবে কিছু বছর আগে মাকে হারানোর ফলে মায়ের হাতের রান্না বিশেষ করে মনে পরে তার ।