দূর্গা পূজা রেশ কাটতে না কাটতে শ্যামা পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে পূজা কমেটি গুলি।উত্তর দিনাজপুর জেলার নজর কাড়া বিগবাজেটের পূজা গুলির মধ্যে অন্যতম হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রতিকার কসকো ক্লাবের শ্যামা পূজা।
সোমবার সন্ধ্যায় ঢাকির বাদ্দি ও পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য হাসপাতাল রোডের মনমোহন স্কুল প্রাঙ্গনে খুঁটি পূজার মধ্য দিয়ে ৪৫ তম বর্ষের প্রতিকার কসকো ক্লাবের শ্যামা পূজার সূচনা হল।এবছর তাদের চমক থাকছে দক্ষিন ভারতের রামেস্বরম মন্দিরের আদলে পূজা মন্ডপ,মন্ডপের সাথে সামনজস্য রেখে শ্যামা মাকে দেখা যেবে পূজা মন্ডপে।পাশাপাশি থাকছে চোখ ধাদানো ডিজিটাল আলোকসজ্জা।
পূজা কমেটির সদস্যদের বিশ্বাস প্রতিবছর জেলা তথা আশে পাশের জেলার মানুষেরা ভীড় জমায় পূজায় মন্ডপে।এবছর মানুষদের থাকছে চমক বলে জানান পূজা কমেটির সভাপতি প্রকাশ রায়।পাশাপাশি পূজার কয়েকদিন শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ও বেশ কিছু সামাজিক কাজ।হাতে আর সময় বেশিদিন না থাকা খুঁটি পূজার দিন থেকেই জোর কদমে শ্যামা পূজার প্রস্তুতি শুরু করে দিল প্রতিকার কসকো ক্লাব।
বাইট :-প্রকাশ রায় পূজা কমেটির সভাপতি