বৈশালী মণ্ডলঃ বং নারী বলতে আমরা যাকে বুঝি যার এক একটি ছবি বাঙালি হোক বা অবাঙালি প্রায় সবারই মনে ঝড় তোলে হ্যাঁ একদম ঠিকই ধরেছেন স্বস্তিকা মুখার্জি।
যে প্রায়শই চর্চায় থাকতে পছন্দ করেন কখনো বা তার কথায় কখনো বা তার আকার ভঙ্গিতে এই নিয়ে অনেক কটাক্ষের ও শিকার হয়েছেন তবে তিনি থেমে থাকেননি এবার সম্প্রতিককালে তার চর্চার বিষয় হল নিজেকে ভালোবাসা
তিনি এই ভালোবাশায় সকল নারী ও পুরুষরূপী নারীদের আহ্বান জানিয়েছেন।
আজকাল মানুষেরা ভালোবাসা মানে শুধুমাত্র একটি বা একাধিক জীব ভেবে নেয় কিন্তু তারা ভুলে যায় সবার আগে নিজেকে ভালবাসতে হয় আমরা কর্মরত চাপে থাকতে গিয়ে নিজেকে সময় দেওয়া নিজেকে ভালোবাসা নিজের ভালোলাগা গুলোর দিকে দৃষ্টিপাত করতেই ভুলে যাই অন্যের ভালোলাগা ভালোবাসা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
ভাবুন তো আপনি নিজেকে কবে গিফট দিয়েছেন? কবে সময় দিয়েছেন? স্বস্তিকা মুখার্জীর মুখার্জীর এহেনু সামাজিক মাধ্যমে বক্তব্য শুধুমাত্রই কি নিরপেক্ষ তার পরিচয়? নাকি সামাজিক মাধ্যমে স্রোতের মুখে গিয়ে আকর্ষণ কোনটা আপনারাই বলুন.
তবে তার এই পোস্ট টা কি তার আগামী সিনেমার নামটি উপেক্ষা করেই কি বলতে চেয়েছেন “শ্রীমতি তুমি শ্রীমতি আমি”