পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতার সুযোগ্য পুত্র অমিত কুমার আজ ৭১ বছর বয়েসে পদার্পণ করল। আজ সকালেই তিনি টুইটারে একটি পোস্ট করে নিজের ৭১ তম জন্মদিনের কথা জানান। সাথে তার ভক্ত ও অনুগামীদের তাকে ভালোবাসা ও পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি।
Today I'm 71 not out Thanks to my genuine fans for supporting me cheers🍹🎂👍 pic.twitter.com/USvc2dYGsA
— Amit Kumar Ganguly (@GangulyAmitK) July 3, 2023
বাংলা ও হিন্দি সিনেমায় তার হিট গানের অভাব নেই। গায়কের পাশাপাশি তিনি একাধারে পরিচালক, অভিনেতা এবং সুরকারও ছিলেন। পিতা কিশোর কুমার তাকে নিজের পুত্রের ভুমিকায় অভিনয় করার সুযোগ করে দেয় দুটি হিন্দি ছবিতে। ‘দূর গগন কী ছাও মে’ এবং ‘দূর কা রাহি’ চলচ্চিত্রদুটিতে অভিনয় করেন তিনি।
১৯৭০ সাল থেকে দীর্ঘ প্রায় দুই দশক ধরে একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি দর্শকদের। আর ডি বর্মণের সুরে তিনি একাধিক হিট গান গেয়েছেন। ১৯৮১ সালে ‘লাভ স্টোরি’ ছবির ‘ ইয়াদ আ রাহি হে’ গানের জন্য ফিল্ম ফেয়ার অ্যায়ার্ড পান। এছাড়া বেশ কয়েকবার তিনি নমিনেশন পেয়েছিলেন। ‘জামিন গা রাহি হে’, ‘ইক দু তিন’, ‘তিরছি টোপিওয়ালে’, ‘ক্যায়সা লাগতা হে’ প্রভৃতি অনেক গান তিনি দর্শকদের উপহার দিয়েছেন।