বৈশালী মণ্ডলঃ দুর্গাপুজো, বাঙালি দের প্রধান ও শ্রেষ্ঠ উৎসব সে কথা বলাই বাহুল্য। বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে এই ছটি দিনের জন্য।
এই অপেক্ষার যে কি আনন্দ সে একমাত্র বাঙালি ছাড়া কেউই হয়তো বুঝবে না। শরৎ আসছে, বাতাসে তার গন্ধ এসে গেছে।
বিভিন্ন পাড়ায় পাড়ায় খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এরকমই এক খুঁটি পূজায় পৌঁছে গেলাম আমরা, সম্পূর্ণ মহিলাদের নিয়ে
সংগঠিত পুজো কমিটি “বড়িশা সবুজ সংঘ”। ২৮ বছর পেরিয়ে বরিশা সবুজ সংঘ পা দিল এবার ২৯ বছরে।
প্রতি বছরের ন্যায় নাচ গান আবৃত্তির মত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল ক্লাবের খুঁটি পুজো।
নারী শক্তি-নারীরা কি নাই পারে। এমন কোনো কাজ নেই যা নারীরা পারে না তারা একত্রিত হলে বাঙালির বড় পুজো দুর্গা পুজোর মত ভারী দায়িত্ব
তারা সামলে নিতে পারে সেটাই আরও এবারে প্রমাণ করলো বরিশা সবুজ সংঘ।
ক্লাবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় ফুটবল টিমের অন্যতম ফুটবলার সুব্রত ভট্টাচার্য।