কোলকাতার সেরা উৎসব, শারদোৎসবের আর খুব বেশী দেরী নেই। দু- বছর করোনা কালের দুর্যোগ কে ভুলিয়ে এবং বাঙলার শারদ উৎসব কে UNESCO থেকে পৃথিবীর অন্যতম সেরা উৎসবের সম্মান দেবার পর বাঙলা আবার আগের মত তাদের দুর্গোৎসবের আয়োজনে মেতে ঊঠেছে । প্রতিটি পূজো কমিটি তেই খুঁটি পূজো প্রায় শেষ । ঘুম উড়েছে কুমারটুলির মৃৎশিল্পী ও থিমের শিল্পীদের। প্রতিটি পাড়াতেই খুঁটি পূজোতে হাজির থাকছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা।
কিন্তু এবার একেবারেই উলটো পথে হাঁটলেন পাভেল পরিচালিত নতুন বাংলা চলচিত্র ”কোলকাতা চলন্তিকা”-র কলা কুশলীরা। গতকাল ”কোলকাতা চলন্তিকা”-র পরিচালক পাভেল, অভিনেতা সৌরভ দাস , কিরন দত্ত (বং গাই ) ও দ্বিতিপ্রিয়া রায় তাদের নতুন এই ছবির প্রচারের জন্য পৌঁছে গেছিলেন পাটুলি মোরে।
আয়োজন করেছিলেন ”অকাল বিসর্জন” । ঢাকের তালে তাল মিলিয়ে সিঁদুর খেলে ধুনুচি নাচের সাথে এক অন্য ধারায় প্রচার করলেন ”কোলকাতা চলন্তিকা”-র। সেখানে আমন্ত্রিত ছিলাম আমরাও । আপনাদের জন্য রইলো সেই অনুষ্ঠানের ভিডিও ।
- আপনাদের কাছে আমাদের অনুরোধ , আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না । কারন আমরা উৎকোচ আর উপহারের বদলে সংবাদ পরিবেশন করিনা। বাংলা চলচিত্রের উন্নতি কল্পে আমরাও ব্রতি।