আজ কিছুক্ষণ আগেই বাংলাদেশ হাই কমিশন অফিসের কাছে লোয়ার রেঞ্জ রোডে , কলকাতা পুলিশের ৫ম ব্যাটেলিয়নের এক কনস্টেবল হঠাৎ করেই তার এস এল আর রাইফেল থেকে প্রকাশ্য রাস্তায় এলো পাথারি গুলি চালাতে শুরু করেন। এবং সুত্র অনুযায়ী প্রায় ৭ থেকে ৮ রাউন্ড গুলি চালানোর পর নিজেই নিজের গলায় রাইফেল ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন।
বাংলা দেশ হাই কমিশনের অফিস থেকে মাত্র ৫০ মিটার দূরে এই ঘটনা ঘটে । আত্মঘাতী কনস্টেবলের এলো পাথারি গুলি তে পথচারি এক মহিলা গুলি বিদ্ধ হয়ে মারা যান ও একজন পুরুষ বাইক আরোহী আহত হয়েছে বলেই সুত্রের খবর।
পার্ক সার্কাসের মত জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় এলাকার মানুষজন বেশ আতঙ্কিত হয়ে পড়েন। সুত্রের খবর অনুযায়ী এই কনস্টেবল বাংলাদেশ হাই কমিশনের ডিউটি তেই ৪/৫ দিন আগে যোগদান করেছিলেন বলে জানা যাছে।
কেন এই পুলিশ কনস্টেবল এই ধরনের কাণ্ড ঘটালেন সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশের শীর্ষকর্তারা পৌঁছে গিয়েছেন । প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আজ পার্ক সার্কাস এলাকা একটি ধর্মীয় কারনে সেই মুহূর্তে একটু ফাকা ছিল নাহলে আরো বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো।
#shortnews