Home » ‘মাসান’ থেকে ‘উরি’ হয়ে ‘সর্দার উদাম’ – শুভ জন্মদিন ভিকি কৌশল

‘মাসান’ থেকে ‘উরি’ হয়ে ‘সর্দার উদাম’ – শুভ জন্মদিন ভিকি কৌশল

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ ভিকি কৌশল বর্তমানে বলিউডের খুব পরিচিত নাম। নিজ অভিনয় দক্ষতায় খুব অল্প কিছু সময়ের মধ্যেই তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আজ তার ৩৫ তম জন্মদিন।

vicky kaushal

তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই ভাবেই তিনি কাজ করে যাক এবং দর্শকদের মন জয় করে যাক বছরের পর বছর এই কামনা করি।

vicky kaushal

১৯৮৮ সালে আজকের দিনেই মুম্বাইতে একটি পাঞ্জাবী হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। রাজীব গান্ধী ইন্সটিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি পরিচালক অনুরাগ কাশ্যপ-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন।২০১২ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ সিনেমায় তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন।

vicky kaushal

এরপর অনুরাগ কাশ্যপের দুটি সিনেমায় তিনি খুব ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমেই তার অভিনয় জীবন শুরু হয়। অনুরাগ কাশ্যপকেই নিজের মেন্টর বলে মনে করেন ভিকি কৌশল।

vicky kaushal

২০১৫ সালে ‘মাসান’ সিনেমায় তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ২০১৮ সালে ‘সাঞ্জু’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে তিনি বলিউডে নিজের আসন পাকা করে নেন। ২০১৯ সালে ‘উরি-দ্য সারজিকাল স্ট্রাইক’ এবং ২০২১ সালে ‘সর্দার উদাম’ তার জীবনের সবথেকে বেশি জনপ্রিয় এবং সফল ছবি।

vicky kaushal

তিনি তিন বার ফিল্ম ফেয়ার অ্যায়ার্ড পেয়েছেন। ‘সাঞ্জু’ সিনেমার জন্য তিনি সেরা সহ অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার অ্যায়ার্ড পান। ‘উরি-দ্য সারজিকাল স্ট্রাইক’ সিনেমার জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার অ্যায়ার্ড পান।

vicky kaushal

‘সর্দার উদাম’ সিনেমার জন্য তিনি সেরা সহ অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার ক্রিটিক অ্যায়ার্ড পান।
তার নতুন ছবি ‘জারা হাটকে জারা বাঁচকে’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে এই ছবির। ট্রেলার দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে। সিনেমাটিও সাফল্যের মুখ দেখবে এমনই আশা করা যাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!