আর কদিনের মধ্যেই মহালয়া।দেশের সাথে, সাথে বিদেশের মাটিতেও চলছে প্রস্তুতি পর্ব ।সেরকমই দুবাই এর ভারতীয় বঙ্গীয় পরিষদ প্রস্তুতি নিচ্ছে তাদের মহালয়ার অনুষ্ঠানের। জোড় কদমে মহড়া চলছে।
ভারতীয় বঙ্গীয় পরিষদ এর প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী জানালেন প্রায় পঁয়তাল্লিশ জন অংশগ্রহণ করবে এই উৎসবে।যাদের বয়স পাঁচ থেকে পঁয়তাল্লিশ।
অনুষ্ঠান তিনটি পর্যায়ে হবে।শুরু হবে চিরাচরিত চন্ডীপাঠ সহ মহালয়ার গানের মাধ্যমে,যেটি পরিচালনা করেছেন সোমদত্তা বাসু ,চন্ডীপাঠে থাকছেন শুভোতোষ বন্দোপাধ্যায়, এরপর থাকছে ছোটদের মহালয়া যার মধ্যে থাকছে কচিকাচাদের সমবেত কবিতা এবং নৃত্য ,শেষ হচ্ছ দূর্গা কবিতা ও নৃত্যের মেলবন্ধন দিয়ে।নৃত্য পরিচালনা করেছেন সোমদত্তা মুখার্জী, কবিতার পাঠশালা বসছে অরিজিৎ এর সাথে।সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় এষা সেনগুপ্ত।
সাথে প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী সকলকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সাথে এও বলেছেনএবারে আসন্ন শারোদোৎসবে রয়েছে অনেক চমক,আমরা তার অপেক্ষায় থাকলাম।