শীতের ধীরে ধীরে আগমন ঘটছে, এবং তার সাথে আমাদের ত্বক ও ধীরে ধীরে শুস্ক হয়ে উঠছে। ত্বক যদি শুষ্ক হয়ে যায় তার জেল্লা চলে যায়। তাই শীতের শুরু থেকেই ত্বকের যত্ন নেওয়া উচিত্। ত্বককে ভালো রাখার জন্য রোজ তেল মাখা খুবই জরুরী। নারকেল তেল অথবা অলিভ অয়েল আমাদের ত্বককে শুস্ক হওয়া থেকে রক্ষা করে এবং ত্বক কোমল ও মসৃণ রাখতে সাহায্য করে। এছাড়াও বডি লোশন এবং ফেস ক্রিম অথবা অয়েল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।
এরপর বলি ঠোঁট নিয়ে, শীতকালে প্রায় সকলেরই ঠোঁট ফাটে তাই এই সময় লিপবাম অথবা লিপগ্লস ব্যবহার করা যেতে পারে। পেট্রোলিয়াম জেল লাগলেও উপকৃত হবেন।
তারপর আসে চুল, এই সময় অর্থাৎ শীতকালে মাথার স্ক্যাম্প খুব শুস্ক হয়ে যায় এরফলে খুশকির প্রবণতা দেখা দেয়। খুশকির ফলে মুখে ব্রণ অথবা অন্যান্য না না রকম কিছু বেরোতে দেখা দিতে পারে। তাই নিয়মিত চুলকে পরিষ্কার রাখা দরকার। এছাড়া মেডিকেল স্টোর থেকে কিছু আন্টি ড্যানড্রাফ শ্যাম্পু কিনে ব্যবহার করতে পারেন। এতে খুশকি হওয়ার প্রবণতা কমে।