অবশেষে ষ্টার জলসায় আবার দেখা যাবে ছোট পর্দার নায়িকা সুস্মিতা দেব কে। ফিরছেন “পঞ্চমী” তে। বেশ কিছুদিন ধরেই একটা খবর কানাকানি হচ্ছিল, ষ্টার জলসা হিন্দি সিরিয়াল “নাগিন” এর মতো কিছু একটা বাংলায় শুরু করতে চলেছে। সেটাই সত্যি হল। আসছে “পঞ্চমী”।
ষ্টার জলসায় এলো “পঞ্চমী”র টিজার। যেখানে দেখা যাচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে এক গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে মন্দিরে আরতিরত পুরোহিতের কাছে আসেন এবং প্রসব করাতে অনুরোধ করেন । সেই পুরোহিত মহিলা কে আশ্রয় দিয়ে প্রসব করান। তারপরেই পুরোহিত দেখেন নবজাতকের শরীরে নাড়ীর বদলে রয়েছে সাপ। এরপরেই দেখা যায় “পঞ্চমী”র নায়িকা সুস্মিতা কে। সে ছুটতে ছুটতে মন্দিরে আসছে জমিদার গিন্নির প্রান বাঁচাতে কারন সে জানতে পেরেছে গিন্নি মা কে সাপে কামড়াবে। মন্দিরে (সুস্মিতা ) “পঞ্চমী” প্রবেশ করতেই তাকে মুখ ঝামটা দিয়ে অপমান করেন গিন্নি মা।
ঠিক তখনি একটি সাপ গিন্নি মা কে ছোবোল দিতে উদ্যত হয় কিন্তু “পঞ্চমী”র অনুরোধে সে ফিরে যায়। সবাই জয় জয়কার দিতে থাকে।
“পঞ্চমী” সাপের সাথে কথা বলতে পারে, বুঝতে পারে সাপেদের মনের কথা। অন্যদিকে এই সব দেখে জমিদার বাবু প্রশ্ন করেন ” সাপের ভাষা সাপই বোঝে, তুই তাহলে কে?
“পঞ্চমী” সেই প্রশ্নের উত্তর খুজতে বিভোর হয়ে যায়।