সদ্য মুক্তি পেল পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি “খেলা যখন”। এই ছবির মূল ভূমিকায় দেখা যাবে অর্জুন ও মিমি চক্রবর্তী কে। এর আগে এই জুটি কে আমরা দেখেছিলাম “বাপি বাড়ি যা” ও “ক্রিসক্রস” ছবিতে। যদিও ছোটপর্দায় গানের ওপারে ধারাবাহিকে এই জুটির প্রথম কাজ। তবে এই ছবির কাজ অনেকটাই অাটকে ছিল কোভিডের জন্য।
এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অলকানন্দা রায়, বরুন চন্দ, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও সুস্মিতা চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে এই ছবিটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও। ছবিটির প্রযোজনায় রয়েছে বাঙলা বিনোদন জগতের প্রথম সারির তিনটি সংস্থা। এস ভি এফ, ক্যামেলিয়া প্রোডাকশন ও রাজপ্রতীম ভেঞ্চার্স।
সোনাদা সিরিজে অ্যাসিসট্যান্ট এর চরিত্রে অর্জুন ও মিনি তে মিমি অভিনয় করেও বাংলার চলচ্চিত্র প্রেমীদের কাছে জনপ্রিয় হয়েছেন, তাই দর্শকের প্রথম নজর থাকছে এই জুটির দিকেই। তবে গল্প শুরু একটি দুর্ঘটনা কে কেন্দ্র করে। তারপর থেকেই ছবির মূল চরিত্র উর্মি তার পরিচয় খুঁজে বেড়াতে থাকে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে গেলে দেখতে হব খেলা যখন।
One Response
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.