কলকাতা পুলিশ সূত্রে জানানো হয় , গতকাল অতিরিক্ত ভিড়ের কারণেই মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ড চালাতে দেওয়া হচ্ছিল না।এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো মণ্ডপ বানানো হয়েছিল লালকেল্লার আদলে। সুন্দর আলোকসজ্জা আর সেই সঙ্গে লাইন অ্যান্ড সাউন্ট শো। দেশাত্মবোধক গান। দেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। ফলত সন্ধে নামলেই মণ্ডপের সৌন্দর্য আরও বাড়ে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত ভিড়ের ফলে যাতে কোনও অঘটন না ঘটে যায়, সেই কারণেই পুলিশের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর মুখপাত্র সজল ঘোষ অবশ্য দাবি করেছেন, “এতক্ষণ ছিল কলকাতা ফাঁকা, সন্তোষ মিত্র স্কোয়ার একা। এখন সন্তোষ মিত্র স্কোয়ারকে ফাঁকা করে দেওয়া হল। এখন ওরা আমাদের জোর করছে অডিয়ো-ভিস্যুয়াল (লাইট অ্যান্ড শো) না চালানোর জন্য। কিন্তু পুলিশ যদি অডিয়ো ভিস্যুয়াল পুরোপুরি বন্ধ করে দিতে চায়, তাহলে আমরা এই প্যান্ডেল পুরোপুরি দর্শকদের জন্য বন্ধ করে দেব।”
তবে প্যান্ডেল বন্ধ করা হয়নি বলেই দাবি কলকাতা পুলিশের। উল্লেখ্য, গত বছর শ্রীভূমির ক্ষেত্রেও ভিড় সামাল দেওয়ার জন্য আলো বন্ধ রাখতে হয়েছিল।