মল্লার একজন প্রবাসী বাঙালি। বহুবছরের প্রেমিকা এবং ফিয়ন্সী আহেরীর আব্দার রাখার জন্য ঠিক বিয়ের আগে আগেই আহেরীর ভালোবাসার শহর অর্থাৎ কলকাতা শহরে মল্লার আসছে, ভালোবাসার মানুষের ভালোবাসার শহরটিকে নিজের মত করে চিনে নেওয়ার জন্য। কোনো একসময় আহেরী মজা করে মল্লারকে বলেছিল যে মল্লার কখনো কলকাতায় এলে এই তিনশো বছরের প্রাচীন শহরের ইতিহাসের সঙ্গে সে মল্লারকে পরিচিত করে তুলবে, অর্থাৎ মল্লারের কলকাতা ভ্রমণের টুর গাইড হবে আহেরী। কিন্তু মজার ছলে বলা নিজের সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না আহেরীর। মল্লারের বিমান যেদিন সকালে কলকাতার মাটি স্পর্শ করে সেইদিনই আহেরীর মৃত্যু ঘটে এক নির্মম পথ দুর্ঘটনায়।
আহেরীর মৃত্যু থেকেই আসলে আরম্ভ হয় মল্লারের কলকাতা যাপন, যে যাপন আসলে আহেরীর দেখা এবং আহেরীর যাপনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। একাধিক ওঠা – পড়ার মধ্যে দিয়ে আরম্ভ হয় তার জীবনের এক নতুন জার্নী।
One Response
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.