Home » “সমাজের জঘন্য সত্যকে তুলে ধরার জন্য ‘Sirf Ek Cinema Kaafi Hai'”

“সমাজের জঘন্য সত্যকে তুলে ধরার জন্য ‘Sirf Ek Cinema Kaafi Hai'”

পুলমা দত্ত; কলকাতা : সাম্প্রতিক মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) একটি সিনেমা বেরিয়েছে জি ৫ অরিজিনালসে (Zee ৫ originals) গত ২৩শে মে। যার নাম “Sirf Ek Baanda Kaafi Hai” ছবিটিতে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী একজন আইনজীবির ভূমিকায়।

গল্পতে প্রথমেই দেখা যায় পি.সি. সলানকি অর্থাৎ মনোজ বাজপেয়ী হলেন যোধপুরের বাসিন্দা এবং মহাদেবের ভক্ত। ইতিমধ্যেই একটি জঘন্য অপরাধ সামনে আসে। এক নবালিকাকে ধর্ষণ করে একজন সাধু বাবা। মেয়েটি তার আশ্রমে থাকে পড়াশুনা করে। মেয়েটির পরিবার সেই সাধু বাবার খুব বড় ভক্ত। মেয়েটি সেই বাবার আশ্রমে থাকাকালীন তার শরীর খারাপ করে আশ্রমের ওয়ার্ডেন বলে তাকে প্রেত ভর করেছে এবং তাকে ওই স্বামীজির কাছে যেতে হবে। ওয়ার্ডেনের কথা মত তারা স্ব-পরিবারে বাবার আশ্রমে গিয়ে শোনেন বাবা তাদের আশ্রমে চলে এসেছে। তারা আবার তাদের আশ্রমে ফিরে বাবার সাথে দেখা করতে বাবা মেয়েটিকে ঘরে নিয়ে যায় এবং শারীরিক শোষণ করে। সঙ্গে সঙ্গে মেয়েটি কাউকে না বললেও এক সপ্তাহের মধ্যেই তারা থানায় F.I.R করে। যে উকিল তারা ঠিক করে সেই উকিল ও ঘুষখোর বেরোয়। তারপর এক পুলিশ অফিসারের কথা শুনে সলানকী অর্থাৎ মনোজ বাজপেয়ীকে সব বলে। বাবার একের পর এক উকিল পাল্টালেই কেউ তার জামিন কেউ করাতে পারেনা কারণ সোলানকি POCSO আইন সব থেকে ভালো জানেন। এমনকি সে আইন ও নিয়ম কানুন এত ভালো জানেন যে প্রত্যেকটা হিয়ারিং – ই জিতে যায়। লাইফ থ্রেট হওয়া সত্বেও এই কেস থেকে সে পিছু হাটে না। এবং কোনো রকমের কোনো পারিশ্রমিক ছাড়াই এই কেস লড়তে চান।

এই অসাধারণ গল্পটি লিখেছেন দীপক কিংরানি (Deepak Kingrani) । ছবিটির প্রযোজক বিনোদ ভানুশালী (Vinod Vanushali)। ছবিটি IMDB এর থেকে ৭.৫ রেটিং পেয়েছে।

মনোজ বাজপেয়ীর অভিনয় ছিল দেখার মত। এ ছাড়াও যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তারাও যথাযথ। প্রথম কিছু মিনিটেই পুরো ঘটনাটা বর্ননা পেয়ে গেলেও ছবিটি এত সুন্দর করে মানুষের সামনে তুলে ধরা হয়েছে যে কখনোই আপনার মন উঠবে না বা আপনি বিরক্ত বোধ করবেন না।এইরকম একটি হাই প্রোফাইল কেসে কার জয় হয় এবং রায় শুনানির আগে শেষ দৃশ্যে সলানকির গায়ে কাঁটা দেওয়ার মত বক্তব্য অনুভব করার জন্য ছবিটি দেখা অত্যন্ত জরুরী। এই ছবিটি প্রশাসনিক ব্যবস্থায় আস্থা রাখতে আপনাকে বাধ্য করবে। তাই বলা যায় সমাজের এরকম একটা জঘন্য অপরাধের দিক তুলে ধরতে “Sirf Ek Cinema Kaafi Hai” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!