আজ গোটা দেশে আনন্দের সাথে পালিত হচ্ছে বিজয়া দশমী সাথে দাশেরা । শোনা যায় এই দিনেই নাকি শ্রী রাম চন্দ্র রাবণ কে বধ করে অন্যায়ের সাম্রাজ্য ধংস্ব করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন । সেই কারণেই দেশের বিভিন্ন প্রান্তে আজকের দিনেই রাবণের কুশ পুত্তলিকা তৈরি করে তাতে নানা রকম বাজি রেখে জ্বালানো হয়ে থাকে । আজ সেই ঘটনা তেই ঘটে যায় বিপত্তি । রাবনের কুশ পুত্তলিকা জলন্ত অবস্থায় ভেঙ্গে পড়ে এবং বেশ কিছু মানুষ তাতে আহত হন।
আপনাদের জন্য রইল সেই ঘটনার ভিদিও লিঙ্ক –
#WATCH | Haryana: A major accident was averted during Ravan Dahan in Yamunanagar where the effigy of Ravana fell on the people gathered. Some people were injured. Further details awaited pic.twitter.com/ISk8k1YWkH
— ANI (@ANI) October 5, 2022
- আমরা সামাজিক মাধ্যম থেকে পাওয়া খবর গুলি আপনাদের কাছে অসম্পাদিত অবস্থায় লিঙ্কের মাধ্যমে শেয়ার করে থাকি । এর সত্যতা বা এর কোন দায় দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস -এর থাকে না ।