আবারও হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বাতিল হল মানিক ভট্টাচার্যের আমলে নিযুক্ত ৯৪ জন প্রাথমিক শিক্ষকের। শিক্ষক নিয়োগ দূর্নীতি তে ইডির তদন্তে ধরাপরে এমন বেশ কিছু শিক্ষক আছেন যারা টেট উর্তীর্ন নন এমন কি টেট পরিক্ষায় পাশ করাল সার্টিফিকেট ও নেই। এর পরেও তারা প্রাথমিক শিক্ষককতার চাকরি করছেন। তদন্তে এই সব উঠে আসার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য উল্টোদিকে এই নির্দেশ কে চ্যালেঞ্জ করে চাকরি প্রার্থীরা ডিভিশন বেঞ্চে আবেদন করেন এবং কর্মরত শিক্ষকদের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদ কে নির্দেশ দেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য।
এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কর্মরত শিক্ষকদের থেকে বিস্তারিত তথ্য চায়। এখানে কর্মরত শিক্ষকরা টেট উর্তীর্ন বা পরিক্ষাদেবার কোন নথি তারা দেখাতে পারেননি। তাই সব কিছু বিচার করার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ৯৪জন শিক্ষকের চাকরী বাতিল করে। গতকাল রাতেই বিভিন্ন জেলার ডিপিএসই কে এই চিঠি দিয়ে অবগত করা হয়। আগামী সোমবার থেকেই এই চিঠি কার্যকর হবে বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের দাবী। মূলত হাইকোর্টের নির্দেশেই এই চাকরী বাতিল করা হল বলেই দাবী করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধীকারিক।