বাঙলা বিনোদন জগতের বিতর্কিত নায়িকা নুসরত জাহান, রাজনৈতিক জীবন থেকে ব্যক্তিগত জীবন , যার প্রতি পদেই রয়েছে বিতর্ক । আজ মহাষ্টমীর সন্ধ্যায় তার কাছের মানুষ, যশ দাশগূপ্তের সাথে পুজোর সাজে ধরা দিলেন ক্যামেরার সামনে । যা দেখে নেট নাগরিকরা বেজায় খুশী। আপনাদের জন্য সেই ছবি ।