কলকাতা হাই কোর্টের আবহাওয়া এখন এমনিতেই বেশ সরগরম । রাজ্যের শাসক গোষ্ঠীর যাবতীয় অনিয়ম এর ওপর একের পর এক রায় দান করে এমনিতেই নজির সৃষ্টি করেছেন। বাঙলার জনগনের মুখে মুখে এখন একজনের -ই নাম শোনা যাচ্ছে , তিনি হলেন কলকাতা হাই কোর্টের অন্যতম বিচারপতি অভিজিত গাঙ্গুলি । শাসক দল থেকে বিরোধী দলের কোন নেতাই তার কাছে ছাড় পাননা । অবৈধ নিয়োগ থেকে নেতা দের অবৈধ সম্পত্তির তদন্তের রায় দানে বহু প্রভাবশালী নেতার অবস্থা এখন বেশ করুন কিন্তু এদিকে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ভাইরাল হল হাই কোর্ট রুমের মধ্যেয় বিখ্যাত আইনজীবী অরুনাভ ঘোষ ও বিচারপতি অভিজিত গাঙ্গুলির একটি বিতর্কের ভিডিও । যদিও সংবাদ প্রকাশ হয়েছিল কয়েক দিন আগেই , আইনজীবী অরুনাভ ঘোষ , বিচারপতি অভিজিত গাঙ্গুলি কে – ” আপনি আইন জানেন না । আপনি ভাট বকছেন ” বলে ভরা এজলাসে অপমান করেন। এবার সেই ভিডিও ফেসবুকে ভাইরাল করলেন জনৈক আইনজীবী অভিষেক জাদব ।
এভাবে হাই কোর্টের ভিডিও কি করে সামাজিক মাধ্যমে দেওয়া যায় তা নিয়ে আমরাও বেশ চিন্তিত । মাননীয় হাইকোর্টের কাছে আমরা ক্ষমা প্রার্থী, ভাইরাল হবার কারনেই আমরাও এই ভিডিও নিয়ে সংবাদ করতে বাধ্য হচ্ছি ।
https://www.facebook.com/100007101318412/videos/810791073634347