একটি  বিখ্যাত বেসরকারি টি ভি চ্যানেলের বিখ্যাত রান্নার অনুষ্ঠান ‘ সুদিপার রান্নাঘর” এর সঞ্চালক সুদিপা চট্টোপাধ্যায় তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে সুইগি ডেলিভারি বয় দের ওপর তার ক্ষোভ উগরে দেন। যেহেতু সুদিপা একজন সুপরিচিত সঞ্চালক এবং তার নিজস্ব বেশ কয়েকটি রেস্তোরা আছে এবং তিনি বিখ্যাত চিত্র পরিচালক অগিদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী তাই সামাজিক মাধ্যমেও তার যথেষ্ট পরিচিতি রয়েছে।

আজ হঠাত করেই তিনি তার ফেসবুকে একটি পোস্ট করে নেটিজেন বিতর্কের সম্মুখীন হন।

এই পোস্ট টি সুদিপা তার ফেসবুকে করার পরেই শুরু হয়ে যায় বিতর্ক। নেট নাগরিকরা তার এই পোস্টের যথেষ্ট প্রতিবাদ শুরু করেন। নেট নাগরিকরা বলতে শুরু করেন । সুদিপা-র অহঙ্কারের বহি-প্রকাশ। উনি ওনার নিজের বাড়ির গেট খুলবেন না তো কে খুলবে ? তাছারা সুইগি তে যারা খাবার ডেলিভারির কাজ করেন তারাও সৎ পথে খেটে খাওয়া মানুষ তাদের প্রতি এরকম মন্তব্য কেন ? অনেকে এও বলেন সুদিপা , অগ্নিদেব বাবুর স্ত্রী না হলে দারোয়ান হবার যোগ্যতাও ওনার নেই ।

সুদিপা, বিতর্ক শুরু হবার ৩ মিনিট পরেই পোস্ট টি তার ফেসবুক থেকে মুছে ফেলেন কিন্তু ততক্ষনে নেট নাগরিকরা তার স্ক্রীন শট নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেন ।

সুদিপা চট্টোপাধ্যায়ের এই পোস্টের সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু এবিষয়ে ওনার ও কোন মন্তব্য ওনার ফেসবুকে আমরা দেখতে পাইনি।

আপনারা জানান আপনাদের মতামত ।