Home » এবার হিন্দু ধর্মে আঘাত করে, দেশ জুড়ে বয়কটের মুখে Amazon.com

এবার হিন্দু ধর্মে আঘাত করে, দেশ জুড়ে বয়কটের মুখে Amazon.com

এবার হিন্দু ধর্মে আঘাত করে বয়কটের মুখে Amazon.com .

গতকাল ছিল জন্মাষ্টমী। শ্রী কৃষ্ণের জন্ম জয়ন্তী। ভারতের প্রতিটি হিন্দু রাজ্যে এবং পরিবারে গতকাল ধুমধাম করে এই দিন টি উদযাপিত হয়েছে। ইতিমধ্যে গত কালই হিন্দু জাগ্রুতি সমিতি-র সদস্যরা খেয়াল করেন বিখ্যাত বিদেশী অনলাইন বানিজ্যিক প্রতিষ্ঠান Amazon.com এ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া হচ্ছে কেনা কাটির ওপর বিশেষ ছাড়। সেখানেই দেখতে পাওয়া যায় একটি পেন্টিং , যেখানে শ্রী কৃষ্ণ ও রাধা কে আপত্তি জনক ভঙ্গিমায় দেখানো হয়েছে ।

দেখার সাথে সাথেই টুইটারে এবং অনান্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ছবি । হিন্দু জাগ্রুতি সমিতি সহ বহু হিন্দু সংঘ এর প্রতিবাদ করতে শুরু করেন। এর আগেও বেশ কয়েকবার Amazon.com . হিন্দু দেব দেবী দের ছবি আপত্তি জনক ভাবে ব্যাবহার ও ব্যাবসা করার দায়ে হিন্দু  বিক্ষোভের মুখে পরতে হয়েছিল।

যদিও, দেশের কিছু নাগরিক এও জানিয়েছেন যে,  এখানে  এই জঘন্য কাজের সরাসরি দায় Amazon.com . এর না । Amazon.com . এ যে বা যিনি এই পেন্টিং বিক্রি করার জন্য দিয়েছেন , সম্পূর্ণ দায় তার।

অন্যদিকে Amazon.com এই নিয়ে এখনো কোন বিবৃতি জানায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!