স্বর্ণালী পাত্র, কলকাতা : বৃহস্পতিবার সকাল বেলা ভিক্টোরিয়ার সামনে কলকাতার আইকনিক হলুদ টাক্সির চালক সাজে দেখা মিলল দক্ষিণী তারকা চিরঞ্জীবীর। মেহের রমেশ পরিচালিত অ্যাকশন ড্রামা “ভোলা শঙ্কর” – এর শুটিং – এর জন্যে বুধবার কলকাতায় আসেন তিনি এবং পুরো টিম। পরেরদিন থেকেই জোর কদমে শুরু হয় কাজ।
১ মে প্রকাশ্যে আসে ” ভোলা শঙ্কর” ছবিতে চিরঞ্জীবীর প্রথম লুক। সেখানেই তাকে হলুদ ট্যাক্সি ড্রাইভারের পোশাকে দেখা যায়। পোস্টারে কেবল হলুদ ট্যাক্সি নয় দেখা মেলে কালীঘাট মন্দিরেরও। অবশেষে জল্পনায় সিলমোহর দিয়ে কলকাতায় আসেন তিনি। শোনা যাচ্ছে এই ছবির প্রেক্ষাপটও কলকাতা। শুধুমাত্র ভিক্টোরিয়াই নয় শুটিং চলবে ময়দান, ধর্মতলা এবং কালীঘাটেও।
চিরঞ্জীবীকে এই সিনেমায় একজন প্রাক্তন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে, যিনি এখন ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে “বাহুবলী” খ্যাত তামান্না ভাটিয়াকে।
চিরঞ্জীবীর বিপরীতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তামান্নাকে। সূত্রের খবর, ছবিতে চিরঞ্জীবীর বোনের ভূমিকায় দেখা যাবে কীর্তি সুরেশকেও। জানা যাচ্ছে , আগামী ১০ মে পর্যন্ত চলবে ছবির শুটিং। হাওড়ার ফুল বাজার, সেন্ট জন চার্চ, ছোটেলাল ঘাট , বিবিদি বাগের কাছে একটি ভাসমান হোটেল সহ শহরের বিভিন্ন ল্যান্ডমার্ক – এ শুটিং চলবে বলে জানা গিয়েছে।
১১ই আগস্ট “ভোলা শঙ্কর” ছবির মুক্তির কথা রয়েছে। প্রসঙ্গত তামিল ছবি “বেদালাম” – এর অফিসিয়াল রিমেক এটি।