কলকাতার বুকেই এখনো রম রমিয়ে চলছে নীল ছবির ব্যাবসা । না একে বারে খোদ কলকাতাতেই নয়। কলকাতার আসে পাশে বেশ কিছু জন মানব হীন জায়গায়। কেন করা হয় এই নীল ছবি বা পরনগ্রাফি ? তার কারন বিপুল চাহিদা, যা কোনদিন মিটবে না, কম পুঁজিতে অভাবনীয় আয়, কারিগরি দক্ষতার কন প্রয়োজন হয়না তার সাথে খুব সহজে এবং সস্তায় অভিনেতা অভিনেত্রী খুজে পাওয়া যায়। এখনো গুগল প্লে স্টোরে বেশ কিছু অনামি আপ এর মাধ্যমে এই ব্যাবসা চলছে । কিছুদিন আগেই কলকাতায় নীল ছবির শুটিঙের অপরাধে, কলকাতার নিউটাউন থানা বেশ কয়েকজন পাণ্ডা কে আটক করলেও কিছুদিন পরেই তারা মুক্ত হয়ে যান কোন এক জাদুর স্পর্শে । তবে আমরা খুব সহজেই এক যুগল কে পেয়ে জাই যারা নীল ছবি তে অভিনয় করা টাকেই পেশা করে ফেলেছেন । শুনব তাদের কাছেই নীল ছবির দুনিয়ার নানান রহস্য । তবে তাদের পরিচয় গোপন রাখার জন্য আমরা তাদের মুখ দেখাতে পারছি না । খুব তাড়াতাড়ি তাদের সাক্ষাৎকার নিয়ে হাজির হব আপনাদের কাছে ।

প্রয়াত বরিষ্ঠ বলিউড অভিনেতা দেব মুখার্জী: কাজল ও রানী মুখার্জীর ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন তিনি
বলিউড ইন্ডাস্ট্রি এক কিংবদন্তি অভিনেতাকে হারালো। প্রয়াত হলেন বরিষ্ঠ অভিনেতা দেব মুখার্জী (Deb Mukherjee)। তিনি ১৯৬০ ও ৭০-এর দশকে একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। তবে শুধু একজন সফল অভিনেতাই নন, দেব মুখার্জী ছিলেন বলিউডের অন্যতম সম্মানিত মুখার্জী পরিবারের সদস্য। তাঁর প্রয়াণে সিনে দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।