কলকাতার বুকেই এখনো রম রমিয়ে চলছে নীল ছবির ব্যাবসা । না একে বারে খোদ কলকাতাতেই নয়। কলকাতার আসে পাশে বেশ কিছু জন মানব হীন জায়গায়। কেন করা হয় এই নীল ছবি বা পরনগ্রাফি ? তার কারন বিপুল চাহিদা, যা কোনদিন মিটবে না, কম পুঁজিতে অভাবনীয় আয়, কারিগরি দক্ষতার কন প্রয়োজন হয়না তার সাথে খুব সহজে এবং সস্তায় অভিনেতা অভিনেত্রী খুজে পাওয়া যায়। এখনো গুগল প্লে স্টোরে বেশ কিছু অনামি আপ এর মাধ্যমে এই ব্যাবসা চলছে । কিছুদিন আগেই কলকাতায় নীল ছবির শুটিঙের অপরাধে, কলকাতার নিউটাউন থানা বেশ কয়েকজন পাণ্ডা কে আটক করলেও কিছুদিন পরেই তারা মুক্ত হয়ে যান কোন এক জাদুর স্পর্শে । তবে আমরা খুব সহজেই এক যুগল কে পেয়ে জাই যারা নীল ছবি তে অভিনয় করা টাকেই পেশা করে ফেলেছেন । শুনব তাদের কাছেই নীল ছবির দুনিয়ার নানান রহস্য । তবে তাদের পরিচয় গোপন রাখার জন্য আমরা তাদের মুখ দেখাতে পারছি না । খুব তাড়াতাড়ি তাদের সাক্ষাৎকার নিয়ে হাজির হব আপনাদের কাছে ।
কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল গুলিতেই রম রমিয়ে চলছে পর্ণ ছবির শুটিং – EXCLUSIVE
