“নয়ন সমুখে তুমি নাই
নয়নের মাঝ খানে করেছো যে ঠাঁই ” আজ ভোর ৪.২২ নাগাদ হারালাম রবীন্দ্র জগতের আর এক নক্ষত্র সুমিত্রা সেনকে, বিগত কয়েক বছর আগে এই দিনেই হারিয়ে ছিলাম বীরেনন্দ্র রবীন্দ্র সংগীত শিল্পী সুচিত্রা মিত্রকে,একই দিনে নতুন বছরে ইহলোক ছাড়ে পাড়ি দিলেন আরেক বীরেন্দ্র শিল্পী সুমিত্রা সেন, বিগত বেশ কিছু দিন ধরেই নিউমোনিয়াতে ভুগছিলেন বীরেন্দ্র সংগীত শিল্পী…