আজ গোটা বিশ্বের নজর ছিল ভারতের ইসরোর তৈরী চন্দ্রযানের ওপর। আজই ছিল পূর্ব নির্ধারিত দিন যেদিন চন্দ্রযান চাঁদের মাটি স্পর্শ করবে। বিগত বার চন্দ্রযান ২ বিফল হবার পর এবারের এই চন্দ্রযান অভিযান শুরুর প্রথমদিন থেকেই গোটা বিশ্ব ও সমগ্র ভারতবাসীর কাছে ছিল ভীষণ আবেগ ও কৌতূহল পূর্ন। আজ চন্দ্রযান ৩ চাঁদের মাটি স্পর্শ করার সাথে সাথে দেশজুড়ে শুরু হয় আনন্দ উৎসব। আর সেই সাথেই উৎসব শুরু হয় উত্তরপাড়ার লাহা বাড়িতে। আবেগে চোখে জল নেমে আসে শ্রীমতী চন্দনা লাহার। কারন এই চন্দ্রযান -৩ এই যে রয়েছে তার ছেলে জয়ন্ত লাহার অবদান।
চন্দ্রযান – ৩, চাঁদের মাটি স্পর্শ করার আগে থেকে এবং পরবর্তীকালে যতছবি তুলছে সেই ক্যামেরাটি তৈরী করেছেন ইসরোর চন্দ্রযান টিমের অন্যতম সদস্য ও উত্তরপাড়ার বাসিন্দা জয়ন্ত লাহা।
স্বাভাবিক ভাবেই ছেলের সাফল্যে মা জয়ন্ত লাহা ও বাবা প্রশান্ত লাহা ভীষন গর্বিত। গর্বিত উত্তরপাড়ার সকল অধিবাসীবৃন্দ। ছেলের এই সাফল্যে কি জানালেন তারা দেখুন সেই ভিডিও।