আমাদের দেশ ৭৫তম স্বাধীনতা দিবসের বেশ কাছাকাছি চলে এসেছে। এবং এবার প্রতি ঘরে পতাকা বা হার ঘার তিরাঙ্গা নামে একটি বিশেষ পদ্দক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের আবেদনে যা জন্য ইতিমধ্যেই থিম সং ভাইরাল হয়েছে তার সাথে সাথে ভারত বাসী আকাশ থেকে পাতাল এমনকি মহাকাশে পর্যন্ত ভারতের জাতীয় পতাকা উত্তোলনের ব্যাবস্থা করতে শুরু করেছেন।

এদিকে সামাজিক মাধ্যমে ভারতের একটি অজানা ঝরনাড় ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ”সারে জাহা সে আচ্ছা” সঙ্গীতের সাথে সাতে ঝরনার জল ও ভারতের জাতীয় পতাকার সাথে রঙ মিলিয়ে ঝরে পরছে । সত্যি ভীষণ মনোরম সেই দৃশ্য । কিছু গ্রামবাসী মিলে উদ্যোগ নিয়ে এক কর্মকাণ্ড টি করেছেন। তবে এটা কোথাকার তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

রইলো আপনাদের জন্য সেই ভিডিও