রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি কিছুদিন আগেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন যখন তিনি মেদিনীপুরের একটি আঞ্চলিক রাজনৈতিক প্রকাশ্য জনসভায় কেন্দ্রীয় সরকারকে আক্রমন করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদি মু্র্মু কে চরমভাবে অপমান করেন। তারপরই রাজ্যের বিরোধীদল বিজেপি রাষ্ট্রপতির এই অপমানে ক্ষেপে উঠে রাজ্য ও দেশ জুড়ে বিক্ষোভ দেখায়। বেশকিছু জায়গায় কারামন্ত্রী অখিল গিরির নামে স্থানীয় থানাতে লিখিত অভিযোগ দায়েরও হয়। অন্যদিকে রাজ্যের শাষকদল কারামন্ত্রী নিখিল গিরির সমর্থনে বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী রাজ্যের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় কে নির্বাচনী প্রচারের সময় ও অনান্য অনুষ্ঠানে কিভাবে অপমান করেছিলেন সেই নিয়েও বিতর্ক শুরু করেন। সে সময় কারামন্ত্রী নিখিল গিরি, দেশের সর্বোচ্চপদে আসীন রাষ্ট্রপতি কে অপমান করার জন্য ক্ষমাও চেয়ে নেন।
কিন্তু এবার আবার কারামন্ত্রী নিখিল গিরি আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গতকাল দীঘায় একটি খুঁটি পুজোর অনুষ্ঠানে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে “ডাকাতের রাজা” বলে সম্বোধন করেন। আগামী ৪ঠা এপ্রিল রাজ্যের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় মেদিনীপুরের ঠাকুরনগরে একটি ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে থাকবেন এবং পরেরদিন একটি কর্মীসভা করবেন। সেই কর্মীসভার মঞ্চের খুঁটিপুজোতে এসে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে, প্রধানমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য করেন। আপনাদের জন্য রইলো সেই ভিডিও।
আপনাদের অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ভুলবেন না।