বর্তমানে একটা কথা প্রায় সকলের মুখেই শূনতে পাওয়া যায়। যদি তুমি বি জে পি সমর্থক বা নেতা হও তাহলে তুমি সাত খুন মাফ। কেন্দ্রীয় সরকার তার প্রায় সব বিরোধী দলের নেতা দের পিছনে ইডি আর সি বি আই কে লাগিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গেও বহু নেতা নিজের অপরাধ ঢাকতে বা ইডি আর সি বি আই এর ভোয়েই বি জে পি তে হাত মিলিয়ে হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। কিন্তু ঠিক এই মুহূর্তেই ভাইরাল হয়ে গেল একটি ভিডিও। যেখানে দেখা জাচ্ছে একজন বি জে পি নেতা এক জনৈক ব্যক্তি কে বেধড়ক পেটাছেন। টুইটারে ভিডিও টি শেয়ার করেছেন বিশাল পাটীল নামে এক ব্যক্তি এবং লিখেছেন Vipul Dubey MLA of BJP , Jaunpur , UP.. He is Beating this Guy Because he Asked me His Worked Salary…
এই ঘটনার সত্যতা আমরা যাচাই করিনি।
Vipul Dubey MLA of BJP , Jaunpur , UP.. He is Beating this Guy Because he Asked me His Worked Salary…#ViralVideo @sompura_preeti pic.twitter.com/aoe50hWyuF
— Vishal Patil | विशाल पाटील (@vishalpatil3333) August 3, 2022